ঐশ্বর্য-অভিষেককে নিয়ে ভোট দিতে জয়া বচ্চন

হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে৷ হরিয়ানার ৯০ আসনে লড়ছে বিজেপি, কংগ্রেস ও জেজেপি৷ মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেস৷ ১.৮৩ কোটির বেশি ভোটার৷ রাজ্যজুড়ে ১৯ হাজার ৫৭৮ পোলিং স্টেশনে চলছে ভোটগ্রহণ৷
Read More News

সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে৷ চলবে সন্ধে ৬টা পর্যন্ত৷ পাঁচ বছর আগে দুটি রাজ্যেই ক্ষমতা দখল করেছিল বিজেপি। এ বছর লোকসভা ভোটে মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে বিজেপি এবং জোটসঙ্গী শিবসেনা মিলে দখল করে ৪১টি আসন। কংগ্রেস মাত্র একটি এবং জোটসঙ্গী শরদ পওয়ারের এনসিপি জেতে ৪টি আসনে। মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসন৷ দুই রাজ্যেই বিজেপি-র ভোটে ইস্যু কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ ও জাতীয়তাবাদ, সেখানে কংগ্রেস নিশানা করেছে বেকারত্ব, নোটবন্দি, জিএসটি ও আর্থিক মন্দাকে৷ তা সত্ত্বেও হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপি-ই ক্ষমতায় ফিরবে বলে জানাচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা৷ মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও শিবসেনা জোট৷ দুই রাজ্যে ভোট ছাড়াও উপনির্বাচন চলছে বিহারের সমস্তিপুর লোকসভা আসনে৷ এছাড়াও বিধানসভা উপনির্বাচন হচ্ছে ৫১টি আসনে ও ১৭টি লোকসভা কেন্দ্রে৷

সকাল থেকেই ভোটের জন্য লম্বা লাইন৷ নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে ভোট দিতে এলেন বলিউডের তারকারা৷ ভোট দিলেন শাহরুখ, আমির, মাধুরী, করিনা কাপুররা৷ তবে এবারটি আর ভোট দেওয়া হল না অমিতাভ বচ্চনের৷

কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন অমিতাভ৷ এমনকী, ভর্তি ছিলেন হাসপাতালেই৷ আপাতত, বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি৷ তবে জয়া বচ্চনের সঙ্গে ভোট দিতে এলেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *