জাতীয় কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি। সম্মেলনে বেশি লোকসমাগম হবে বলে আগে থেকেই উদ্যানের একাংশ ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান বিএনপি নেতারা। আগামী শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি নেতা আবদুল লতিফ জনি বলেন, শেষ মুহূর্তে অনুমতি পেলেও আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি। কারণ, কাউন্সিলরদের সম্মেলনে বসানোর জায়গা ছিল না। মঞ্চের সামনে বিদেশি ডেলিগেট, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাংবাদিক, দাওয়াতি মেহমানদের বসার পর আর কোনো স্থান না থাকায় চিন্তা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসন অনুমতি দিয়েছে।
Read More News