আবরার হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১০টা ৫৫ মিনিটে ইউএস অ্যাম্বাসি ঢাকা নামে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিবৃতি দিয়েছেন আর্ল রবার্ট মিলার।
Read More News
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মত প্রকাশের স্বাধীনতা যেকোন গণতন্ত্রের মৌলিক অধিকার। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।