ড্রাইভ-এর নতুন গানে জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্ডেজ ও সুশান্ত সিং রাজপুতের নতুন ছবি ‘ড্রাইভ’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ছবিটি সিনেমা হলে মুক্তির পর নভেম্বরের শুরুর দিকে ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও মুক্তি পাবে।
Read More News

ছবির প্রথম গানের নাম ‘মাখনা’। ডান্স ফ্লোরে মাতিয়ে দেওয়ার জন্য আপনার প্লেলিস্টে সহজেই ঢুকে পড়তে পারে এই গান। ভিডিয়োটি একটি ট্যুরের মতো করে শ্যুট করা হয়েছে। রয়েছেন বিক্রমজিত বীর্ক ও স্বপ্না পাব্বিও। মজার কোলাজে ইজরায়েলে ছুটি কাটাতে যাওয়ার পটভূমিতে ভিডিয়োটি করা হয়েছে।

গানটিতে চোখে পড়ার মতো দুই তারকার কেমিস্ট্রি। চোখ টেনেছে জ্যাকলিনের ভ্যাকেশনের পোশাকও। গানটি গেয়েছেন তনিষ্ক বাগচী, ইয়েসার দেশাই ও আশিস কউর।

করণ জোহরের প্রযোজনায় এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ মনসুখানি। গল্পটি লেখাও তাঁর। সেপ্টেম্বরে ছবি মুক্তি পাবে। নভেম্বরে হবে নেটফ্লিক্সে মুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *