২৯ সেপ্টেম্বর রাতে বিগ বসের বাড়িতে পা রেখেছেন সেলেবরা। আর মঙ্গলবারের মধ্যেই তাঁদের একজনের উপর বেজায় বিরক্ত দর্শক। তিনি আর কেউ নন, স্বয়ং ‘মালকিন’ আমিশা পটেল।
ট্যুইটারে আমিশা পটেলকে নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ তো প্রযোজকদের অনুরোধ করেছেন বিগ বসের বাড়ি থেকে আমিশাকে বের করে দেওয়ার জন্যে।
Read More News
আর চলতি হওয়া গায়ে লাগিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হতে শুরু করেছে আমিশা পটেলকে বিদ্ধ করে বেশ কিছু মিম। এমন হয়তো অনেকেই আছেন, যাঁরা এখনও পর্যন্ত বিগ বস ১৩-র কোনও পর্ব দেখে উঠতে পারেননি। তাঁদের একবার আমিশা পটেলের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া যাক। এবারের বিগ বস ১৩-এ আমিশা পটেল বাড়ির মালকিন হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর কাজই হল বাড়ির সব সদস্যদের উপর নজর রাখা এবং তাঁদের নিয়ন্ত্রণ করা।