ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আটককৃতরা হলেন, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়া।
আজ সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ১ কোটি ৫ লাখ টাকা ও বিপুল পরিমান স্বর্ণ উদ্ধার করেছে।
Read More News
র্যাব-৩ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লা জানান, অভিযানের সময় নগদ ১ কোটি ৫ লাখ টাকা এবং ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত এই দুই নেতা।