পালাচ্ছে আইএসের সন্ত্রাসীরা

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, তার দেশের নানগারহার প্রদেশ থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ সন্ত্রাসীরা পালাচ্ছে। ওই প্রদেশে সামরিক বাহিনীর ব্যাপক অভিযানের মুখে দায়েশ পালাতে শুরু করেছে বলে তিনি দাবি করেন। মঙ্গলবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগান প্রেসিডেন্ট বলেন, নানগারহার প্রদেশ থেকে দায়েশ সন্ত্রাসীদের উৎখাতে আফগান সামরিক বাহিনীর স্থল ও বিমান হামলা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যেসব অবসরপ্রাপ্ত কমান্ডো সেনা যোগ দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট আশরাফ গণি। তিনি বলেন, ‘আমি নানগারহার প্রদেশের জনগণকে আশ্বাস দিতে পারি যে, সেখানে কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না এবং লোকজনও সন্ত্রাসীদের আশ্রয় দেবে না।’ তিনি জানান, নানগারহার থেকে দায়েশ সন্ত্রাসীরা পালাচ্ছে। নানগারহার প্রদেশের আচিন, শিনওয়ার ও আরো কয়েকটি জেলায় দায়েশ-বিরোধী অভিযানে সামরিক বাহিনী বিজয় দাবি করার পর আশরাফ গনি এসব কথা বললেন।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *