বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান ৩৯-এ পা দিলেন৷ শুক্রবার রাতে পতোউদি প্যালেসে বেগমের জন্য এক পার্টির আয়োজন করেছিলেন সইফ আলি খান। সেই পার্টিতে উপস্থিত ছিলেন করিশ্মা, ছেলে তৈমুর ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। এদিন দুজনের পরেছিলেন সাদামাঠা সাদা কুর্তা-পাজামা। ঠোঁটে ঠোঁট রেখে বেবোকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাইফ। শুধু তাই নয়, তাঁদের এই রোম্যান্টিক চুম্বনের ছবি সোশ্যাল মিডিয়ায় সেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।
Read More News
করিশ্মা ইনস্টাগ্রামে বোনকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন কেক কাটার একটি ভিডিও পোস্ট করেন। হাসি গানে জমজমাট পার্টিতে করিনা ছিলেন মাতোয়ারা। কেক কাটার পাশাপাশি ড্রিঙ্কসের গ্লাস হাতে পোজ দিয়েও ছবি সেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে করিনাকে দেখা যাচ্ছে তৈমুরকে কলে নিয়ে। কখনও তাঁকে দেখা যাচ্ছে দিদির সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে আবার কখনও সাইফ-এর সঙ্গে। ইনস্টাগ্রামে এখন ভাইরাল করিনার জন্মদিনের পার্টির ছবি। কিন্তু সবকিছুর মধ্যে সকলের নজরই আটকেছে সইফ-করিনার ঘনিষ্ঠ মুহূর্তে।