শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলাবাগান স্পোর্টিং ক্লাব সভাপতি শফিকুল আলম ফিরোজকে আটক করে র্যাব। ক্লাব থেকে অস্ত্র-গুলি, তাস ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে আটক করে র্যাব।
কলাবাগান স্পোর্টিং ক্লাব সভাপতি ফিরোজকে ধানমন্ডি থানা থেকে আলাদতে নেয়া হচ্ছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ। বিকেল ৩টার দিকে তাকে সিএমএম আদালতে তোলা হবে।
Read More News
শনিবার সকালে র্যাব বাদী হয়ে শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা করে। অভিযান শেষে ক্লাব থেকে নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ইয়াবা ও তাস উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
অভিযান শেষে র্যাব-২ জানান, কলাবাগান ক্লাবে একসময় ক্যাসিনো চলতো, ক্যাসিনোর বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। সম্পূর্ণ ভিন্ন হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে এখানে। ক্লাব সভাপতি শফিকুল আলমের জিম্মা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাব সিও। তিনি জানান, অস্ত্র ও মাদক আইনে মামলা হবে।