কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জয়া আহসান। কিন্তু পরিচালক বা সিনেমা সম্পর্কে সেরকম কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে হল ‘রবিবার’ সিনেমার পোস্টার লঞ্চ। পরিচালক অতনু ঘোষের সৌজন্যেই এবার পর্দায় আসতে চলেছে জয়া-প্রসেনজিৎ জুটি।
জয়া-প্রসেনজিতের নতুন এই সিনেমার নাম ঠিক হয়েছে ‘রবিবার’। কলকাতার বিভিন্ন লোকেশনেই হবে ছবির শ্যুটিং। পরের বছর শেষের দিকে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালকের। আদতে রোম্যান্টিক থ্রিলার ‘রবিবার’। তাঁদের দুজনের অতীত নিয়েই সিনেমা। হঠাৎ এক রবিবার দেখা হয় আসীমাভ-সায়নীর। তার পরই বদলে যায় অনেক কিছু।
Read More News
কিছুদিন আগেই অতনু ঘোষের পরিচালনাতেই জয়া শেষ করেছেন ‘বিনিসুতোয়’ ছবির কাজ। এই সিনেমায় জয়ার বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।
প্রসেনজিৎ জানিয়েছেন,’কন্ঠ সিনেমায় জয়ার অভিনয় দেখে তিনি খুবই উচ্ছ্বসিত। তখন থেকেই তাঁর সুপ্ত বাসনা ছিল জয়ার সঙ্গে কাজ করবেন’। অন্যদিকে ছোট থেকেই বুম্বাদার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল জয়ার। সেই স্বপ্ন এখন পূরণ হচ্ছে, স্বভাবতই খুবই খুশি তিনি। ছবিটি প্রযোজনা করছে ইকো এন্টারটেনমেন্ট।