ওসামা বিন লাদেন… এই একটা নাম বললেই আর কিছু বলার প্রয়োজন পড়ে না। দুনিয়া কাঁপানো সন্ত্রাসবাদীদের মধ্যে একজন হল লাদেন। কিন্তু জানেন কি, লাদেবের চেয়েও বেশি বিখ্যাত তাঁর ভাইঝি ওয়াফা দুফোর।
বর্তমানে মার্কিন মুলুকের এক নম্বর মডেল ওয়াফা দুফোর। একের পর এক মার্কিন গ্ল্যামার হান্ট কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। মার্কিন একটি পত্রিকায় সদ্য প্রকাশ করা হয়েছে ওয়াফা দুফোরের আসল পরিচয়।
Read More News
সেখানে বলা হয়েছে লাদেনের ভাইঝি তিনি। ওয়াফাও স্বীকার করেছেন এই তথ্য। তিনি জানিয়েছেন, এই পরিচয়ে তিনি একদমই বিরক্ত নন। তার মতে যার যার কর্মফল সে ভোগ করবে। একজনের অপরাধের দায় অন্য কেউ নেবে না কখনোই।