কিছুদিন আগেই শেষ হয়েছে রক্ত রহস্যের শ্যুটিং। রেনবো জেলির পর রহস্য আর রোমাঞ্চেই মজেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। এবছরই মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত সেই ছবি। তবে আবারও তিনি রহস্যের জাল বুনলেন। তবে এবার মুখ্যভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়।
Read More News
এ ছবির প্রেক্ষাপট ১৯৪৭। সেই বছরই মারা যায় ভূতপরী। ৭২ বছর পর তার সঙ্গে দেখা হয় এই ছেলেটির। ছোট্ট ছেলেটিকে ভূতপরী তার জীবনের গল্প শোনায়। বলে সে মরতে চায়নি, তাকে জোর করে মেরে ফেলা হয়েছে। এই ছোট্ট ছেলেই এত বছর পর তাকে সাহায্য করবে খুনিকে খুঁজে বের করতে। আসছে ‘ভূতপরী’। ২৬ অগস্ট থেকে শুরু শ্যুটিং। এবারেও সৌকর্যর টিমে থাকছেন নবারুণ বোস এবং পুজা চট্টোপাধ্যায়। ক্যামেরায় অলোক মাইতি এবং সম্পাদনায় অর্ঘ্যকমল মিত্র।