ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় যেন বসেছে কোরবানির মাংসের হাট। রাজধানীর গলি কিংবা বড় রাস্তার মোড়, ফুটপাত, কাঁচা বাজার, মার্কেট আর বাসস্ট্যান্ডে প্রায় একই রকম দৃশ্য। ছোট ছোট ভাগা দিয়ে মাংস বিক্রি করছেন নিম্ন আয়ের মানুষ, মৌসুমি কসাই, টোকাই আর ভিক্ষুকরা। কোরবানির মাংসের একটা অংশ বিক্রি করতে ছোট ছোট এসব হাট বসিয়েছেন তারা।
মাংস বিক্রির হাট ভ্রাম্যমাণ এসব হাটে ক্রেতাও আছে বেশ। পাড়া-মহল্লা, ফুটপাত কিংবা রেললাইন যে যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই বসে গেছেন এসব মাংস বিক্রি করতে। ভ্রাম্যমাণ এই হাটে মাংসের দামও বেশ কম। প্রতিকেজি মাংস বিক্রি হচ্ছে ২শ-৩শ টাকার মধ্যে।
Read More News
ভ্রাম্যমাণ এই হাটের ক্রেতাও নিম্ন আয়ের মানু্ষেরাই। যারা অন্য সময়ের চেয়ে তুলনামূলক কম দামে মাংস পেয়ে সন্তুষ্ট। তবে রাজধানীর বিভিন্ন মেসে ব্যাচেলর হিসেবে যারা থাকেন তারাও ছিলেন এই দলে। এছাড়া খাবার হোটেল ব্যবসায়ীদেরও এই হাট থেকে মাংস কিনতে দেখা গেছে। বিকেল তিনটা থেকে এই হাটগুলো জমতে শুরু করে। বেচাকেনা চলে সন্ধ্যা-রাত পর্যন্ত।