বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে ইউরোপীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার জার্মানির হ্যানোভারে শুরু হওয়া ৫ দিনের সিবিট মেলায় ‘বাংলাদেশ: দ্য নেক্সট আইসিটি ডেসটিনেশন’ শিরোনামে উপস্থাপনার মাধ্যমে দেয়া সজীব ওয়াজেদ জয় এ আহবান জানান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে এক বক্তৃতায় জয় দেশের তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ খাত ও অবকাঠামোগত উন্নয়নের তথ্য তুলে ধরেন।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জয় বলেন, গত ৭ বছরে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে। বিনিয়োগ অব্যাহত থাকলে এ খাতকে ঈর্ষণীয় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব।
Read More News
জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল এবং এ সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইয়োহান নিকোলাস স্নাইডার মঙ্গলবার মেলায় উপস্থিত ছিলেন।
১ লাখ ৭৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে আয়োজিত সিবিটের ৩১তম আসরে ২৮টি হলে অংশ নিয়েছে ৭০টি দেশের ৩ হাজার ২০০টি প্রযুক্তি প্রতিষ্ঠান।
বাংলাদেশ এবারই প্রথম সিবিটে অংশ নিচ্ছে। বাংলাদেশি প্যাভেলিয়ন ছাড়াও রয়েছে ১০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের স্টল।
মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ কেন তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগের ‘উর্বর ক্ষেত্র’ তাও বিদেশি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হচ্ছে এ প্রদর্শনীতে।
তিনি বলেন , সরকার মেট্রো রেল, গভীর সমুদ্রবন্দর, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ডিজিটাল আইল্যান্ড ও ফোর জি সেবা চালুর প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে।
এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, হ্যাকারদের ‘অন্যতম টার্গেট’ এখন বাংলাদেশ। এর কারণ ডিজিটাইজেশন। সরকার এ বিষয়গুলো মাথায় রেখেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, সরকার স্বল্প সময়ে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রযুক্তি সেবা পৌঁছে দিয়েছে, যার সুফল গ্রামের মানুষও ভোগ করছে।
হাইটেক পার্ক নির্মাণের কথা তুলে ধরে জয় বলেন, এর মাধ্যমে সরকার প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম তৈরির উদ্যোগ নিয়েছে, যারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা রাখবে।
এক প্রশ্নের উত্তরে জয় বলেন, এ খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার সহজ শর্তে ঋণ দেয়াসহ নানা পদক্ষেপ নিয়েছে।
সুইস এক নারী উদ্যোক্তার প্রশ্নের উত্তরে তিনি জানান, সরকার বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ৩০ হাজার নারী উদ্যোক্তা তৈরি করেছে। এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এর আগে সজীব ওয়াজেদ জয় ফিতা কেটে বাংলাদেশি প্যাভেলিয়নের উদ্বোধন করেন এবং দেশি-বিদেশি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সিবিট-২০১৬ কে বলা হচ্ছে তথ্য-প্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী। ডিজিটাল অর্থনীতির সংক্ষিপ্ত রূপ ডিকোনমি শব্দটিকে প্রতিপাদ্য ধরে সোমবার শুরু হওয়া এ মেলা চলবে ১৮ মার্চ পর্যন্ত।