মুক্তি পেল ‘মিশন মঙ্গলে’র টিজার

মুক্তি পেল ‘মিশন মঙ্গলে’র টিজার। যেদিন থেকে এই ছবির কথা ঘোষণা হয়েছে, দর্শকদের মধ্যে বেড়েছে কৌতূহল ও উত্তেজনা।

৪৫ সেকেন্ডের এই টিজারে পাওয়া যাবে ISRO-র বিজ্ঞানীদের জীবনের এক ঝটতি ঝলক। ২০১৪ সালের মঙ্গলযান অভিযানের উপরেই তৈরি এই ছবি।
Read More News

এই ছবিতে একই ফ্রেমে দেখা যাবে অক্ষয় কুমার, বিদ্যা বালন, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা, শরমন যোশী, নিত্যা মেনন এবং কীর্তি কুলহারিকে। এই ছবিটি দিয়েই বলিউডে পরিচালক হিসেবে পা রাখতে চলেছেন জগন শক্তি।

১৫ অগস্ট স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে ‘মিশন মঙ্গল’। প্রসঙ্গত, ওই একই দিনে মুক্তি পাবে প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত সাহো এবং জন আব্রাহাম ও ম্রুনাল ঠাকুর অভিনীত বাটলা হাউস।

https://youtu.be/SPZJFnym8Q0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *