তাসকানিতে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ইতালিতে তাঁদের নানা মুহূর্তের ছবি পোস্ট করে রবিবারের সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন এই দম্পতি।
দিনের শুরুতেই তাঁদের একান্ত মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করে ইন্টারনেটে ঝড় তোলেন নিক। সেখানে দেখা যাচ্ছে, সূর্যাস্তের আবহে খোলা আকাশের নীচে ধীরগতির সুরের তালে দুজনে একাত্ম হয়ে কোমর দোলাচ্ছেন প্রিয়াঙ্কা ও নিক।
Read More News
তবে সবচেয়ে বেশি যে পোস্ট তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়, তা হল দেশি গার্লের পুলসাইডের ছবি। তাতে দেখা যাচ্ছে, সাদা স্যুইমস্যুটে নরম রোদ উপভোগ করছেন প্রিয়াঙ্কা। চোখে বাহারি রোদচশমা আর হাতে পানীয়ের গ্লাস। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন তিনি।