৩০০টি জিম খোলার উদ্যোগ নিয়েছেন সালমান

ফিটনেস নিয়ে সালমানের জবাব নেই। সালমান খান মানেই ফিট ও টিপটপ। বলিউডে একটা সময় ছিল যখন, সালমানের ছবিতে একবার তাঁকে ‘টপলেস’ না দেখলে দর্শকের মন ভরত না। আর পুরোটা অবশ্যই তাঁর অসাধারণ বডির জন্য।
Read More News

পোশাক ও সমাজসেবী সংস্থা বিইং হিউম্যান-এর পর এবার সালমানের লক্ষ্য ফিটনেস। সে কারণেই SK-27 নামে ফ্র্যাঞ্চাইজি তৈরি করে এবার দেশজুড়ে প্রায় ৩০০টি জিম খোলার উদ্যোগ নিয়েছেন সালমান। ২০২০ সালের মধ্যে এই লক্ষ্যপূরণ করতে চান বলিউড সুপারস্টার।

বিইং স্ট্রং হওয়ার তাগিদে SK-27 নামে এই ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলার উদ্দেশ্য প্রতিটি মানুষকে শারীরিক ভাবে ফিট করে তোলা। এরই সঙ্গে কর্মসংস্থান তৈরি করাও এই উদ্যোগের লক্ষ্য। গত এপ্রিলেই ফিটনেসের প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্র্যান্ড বিইং স্ট্রিং-এর উদ্বোধন করেছিলেন সলমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *