দিশা পাটানি মানেই ইন্টারনেটে সর্বদাই আগুন। ছবি আর ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি ভক্তদের আনন্দ দিতে ভোলেন না কখনই। এছাড়াও দিশা পাটানি যে ফিটনেস ফ্রিক সেকথা সকলেই জানেন। সম্প্রতি দিশা তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ভারতে অভিনয়ের সূত্রে তাঁকে বেশ শারীরিক কসরত করতে হয়েছিল।
Read More News
তখন তিনি প্রতিদিন স্কোয়াট করতেন সুঠাম চেহারার জন্য। সাদা ট্যাঙ্ক টপ আর মেসি হেয়ারের সেই ভিডিয়োই তিনি শেয়ার করেছেন। তার সঙ্গে ক্যাপশনে লেখেন প্রতিদিনই একটা চ্যালেঞ্জ। আর দিশার এই ভিডিয়ো দেখে কিন্তু আপনিও চোখ ফিরিয়ে রাখতে পারবেন না।