জনপ্রিয় সুরকার-গায়ক ‘হিমেশ’ সড়ক দুর্ঘটনার শিকার

মঙ্গলবার সকালে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় সুরকার এবং গায়ক হিমেশ রেশমিয়া। গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে হিমেশ রেশমিয়ার গাড়ি চালক রাম রঞ্জন গুরুতর আঘাত পেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন। হিমেশ রেশমিয়ার আঘাত গুরুত্বর নয়।
Read More News

আশিক বানায়া আপনে, ঝলক দিখলা যা, নাম হ্যায় তেরা, তেরা সুরুর, আপকি কাশিশ এর মতো একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন হিমেশ রেশমিয়া। তিনি আপকা সুরুর, কর্জ, খিলাড়ি ৭৮৬ এবং দ্য এক্সপোজ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *