মুশফিকুর রহিমের দারুণ সেঞ্চুরির পরও ৪৮ রানের জয় পেল অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ বলে মাশরাফি বিন মুর্তজাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন স্টয়নিস। বাংলাদেশ ৮ উইকেটে থামে ৩৩৩ রানে। ওয়ানডেতে এটাই তাদের সর্বোচ্চ। এই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ ছিল আগের সেরা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৮১/৫ (ফিঞ্চ ৫৩, ওয়ার্নার ১৬৬, খাওয়াজা ৮৯, ম্যাক্সওয়েল ৩২, স্টয়নিস ১৭*, স্মিথ ১, কেয়ারি ১১*; মাশরাফি ৮-০-৫৬-০, মুস্তাফিজ ৯-০-৬৯-১, সাকিব ৬-০-৫০-০, রুবেল ৯-০-৮৩-০, মিরাজ ১০-০-৫৯-০, সৌম্য ৮-০-৫৮-৩)।
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩৩/৮ (তামিম ৬২, সৌম্য ১০, সাকিব ৪১, মুশফিক ১০২*, লিটন ২০, মাহমুদউল্লাহ ৬৯, সাব্বির ০, মিরাজ ৬, মাশরাফি ৬; স্টার্ক ১০-০-৫৫-২, কামিন্স ১০-০-৬৫-০, ম্যাক্সওয়েল ৩-০-২৫-০, কোল্টার-নাইল ১০-০-৫৮-২, স্টয়নিস ৮-০-৫৪-২, জ্যাম্পা ৯-০-৬৮-১)।
Read More News
শুরু থেকে আস্থার সঙ্গে খেলে দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে তার সপ্তম, বিশ্বকাপে প্রথম। ৫৪ বলে পঞ্চাশ স্পর্শ করা মুশফিক ৯৫ বলে তিন অঙ্কে যান। এই সময়ে তার ব্যাট থেকে আসে নয়টি চার ও একটি ছক্কা।
ফল: অস্ট্রেলিয়া ৪৮ রানে জয়ী, ম্যান অব দা ম্যাচ: ডেভিড ওয়ার্নার, মুশফিকের লড়াকু সেঞ্চুরি