প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে তো মালাইকা হামেশাই ডেটে যান। সেসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকারও হন। তবে এবার তাঁকে দেখা গেল ছেলের সঙ্গে। আবারও তিনি ট্রোলিংয়ের শিকার হলেন। কারণ তাঁর ড্রেস। ছেলের সঙ্গে এতই বোল্ড আউটফিটে ডিনারে গিয়েছেন যে নিন্দুকেরা সকলেই তা দেখে ছি ছি করছেন।
Read More News
মালাইকা একটি সাদা রঙের ডিপ নেকলাইন ড্রেস পরেছিলেন। ছেলে আরহানের সঙ্গে যে মা এরকম পোশাকেও বেরোতে পারেন মালাইকার রুচি নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে। একজন ভারতীয় মা হিসেবে কীভাবে তিনি নিজের সঙ্গে এহেন আচরণ করলেন এই নিয়েই স্তম্ভিত সকলে।