সালমানের ‘মা’ সোনালি কুলকার্নি

সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’-এ মায়ের চরিত্রে অভিনয় করেছেন সোনালি কুলকার্নি। বয়সে সালমানের চেয়ে নয় বছরের ছোট সালমান খানের মা সোনালি। সেটা উল্লেখ করে অনেকে নির্মাতাদের তিরস্কার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের অভিযোগ, নারী অভিনেতাদের ঠিকঠাক নির্বাচন করছেন না নির্মাতারা। নিজেদের বয়স অনুযায়ী রোল পাচ্ছেন না।
Read More News

সম্প্রতি হিন্দুস্তান টাইমস ক্যাফেতে একান্ত আলাপচারিতায় অংশ নেন ‘দিল চাহতা হ্যায়’ অভিনেত্রী। সেখানে এ প্রসঙ্গে জিজ্ঞাসার জবাবে সোনালি বলেন, নিজের পছন্দের চরিত্রে অভিনয় করেছি। আমার পছন্দ নিয়ে গর্বভরে দাঁড়িয়ে কথা বলতে পারি আমি, তা যা-ই করি। দর্শক ও সমালোচকের ভাবনা আমাকে স্পর্শ করে। কিন্তু ২০০০ সালে আমি ‘মিশন কাশ্মীর’ ছবিতে হৃতিক রোশনের দত্তক-মা হয়েছিলাম (হেসে)। মানুষের অবশ্যই কথা বলার অধিকার আছে। কিন্তু সব সময় তা সমালোচনা হতে হবে, এমন নয়।

সোনালি কুলকার্নি বলেন, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। সালমান খান এমন তারকা, এমনভাবে কাজ করেন, সময়মতো সেটে আসেন, সংলাপ এভাবে বলেন ইত্যাদি। সালমান খান সত্যিই অসাধারণ। উন্নতির জন্য পরামর্শ দেন। আমি কখনোই তাঁকে সুপারস্টারের বোঝা বয়ে বেড়াতে দেখিনি।

গত ৫ জুন মুক্তি পায় ‘ভারত’। মুক্তির মাত্র পাঁচ দিনে ছোঁয় ১৫০ কোটির মাইলফলক। আট দিনে সংগ্রহ দাঁড়িয়েছে ১৭৪ কোটির বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *