এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান গান গেয়ে আগে থেকেই আলোচিত। ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন তিনি। এবছরও ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হবেন মাহফুজুর রহমান। ‘মন থেকে রইলো শুভ কামনা’ শিরোনামে এই অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায়।
Read More News
আর মাহফুজুর রহমানের আগেই গান শোনাবেন তার স্ত্রী ইভা রহমান। তিনিও হাজির হচ্ছেন একক সংগীতানুষ্ঠান নিয়ে। নাম ‘মনের ফ্রেমে তুমি’। এটি প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টায়।
সংগীত ক্যারিয়ারে ইভা রহমানের ২৪টি অ্যালবাম প্রকাশ হয়েছে। এসব অ্যালবাম থেকে বাছাই করা বেশ কয়েকটি গান থাকছে অনুষ্ঠানটিতে। গানগুলোর ভিডিও নির্মাণ করা হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে।