ঈদে যমজ নাটক নিয়ে আসছেন মোশাররফ করিম। জনপ্রিয় নাটক যমজ-১১ তে জয়া চরিত্রে অভিনয় করেছেন শওকত সজল। নাটকটি রচনা ও পরিচালনা করছেন নাট্যনির্মাতা আজাদ কালাম। নাটকটি প্রচারিত হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮.৩০ মিনিটে। এবারের নাটকের গল্প হচ্ছে স্যুটিং ইউনিট নিয়ে। এই নাটকের মূল চরিত্রে থাকা মোশাররফ করিম চার ভূমিকায় অভিনয় করেছেন। তাছাড়া এই নাটকে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
Read More News
যমজ-১১ তে অভিনয় করেছেন অর্পোনা ঘোষ, কচি খন্দকার, রাশেদ শাওন, অশোক বসাক, সুজিতসহ আরো অনেকে। তাছাড়াও শওকত সজল যমজ-৬, যমজ-৮, যমজ-০৯, যমজ-১০ এ জয়া চরিত্রে অভিনয় করেছিলেন ।