মধ্যপ্রাচ্যে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস আর্লিংটন নামে রণতরীটি বিমান ও যুদ্ধযান বহনে সক্ষম।
পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের সম্ভাব্য হামলার মোকাবিলায় এ পদক্ষেপ নিয়েছে তারা। এসব হুঙ্কারের পরেও ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়ার কথা নাকচ করে দিয়েছে তেহরান।
Read More News
মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বন্ধুত্ব থাকায়, চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে রণতরীটি মিশরের সুয়েজ খাল পেরিয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। উভচর যান ও উড়োজাহাজ পরিবহনে সক্ষম ইউএসএস আর্লিংটন শিগগিরই উপসাগরে থাকা অপর রণতরী আব্রাহাম লিংকনের সঙ্গে যোগ দেবে বলে জানায় পেন্টাগন।