মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে দুর্ঘটনায় আহত যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিমানের বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। আজ শুক্রবার রাত ১১টার দিকে বিমানের বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে আহতদের দেশে ফিরিয়ে আনতে বিকেল ৩টায় ঢাকা থেকে রওনা দিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি বিকেল ৫টার পর ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছায়। পাইলটসহ ১০ জনকে নিয়ে দেশে ফেরে ওই ফ্লাইটটি।
Read More News
বৈরি আবহাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ বিজি-০৬০ ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে বাইরে চলে যায়। বিমানটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুইজন পাইলট, দুইজন কেবিন ক্রু ও দুইজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।