৩৬তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে

আজ রোববার রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৬তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, নতুন প্রযুক্তির বিকাশ ও বিশ্বায়নের ফলে অপরাধের প্রকৃতি, মাত্রা ও অপরাধ সংগঠনের কৌশলে নিয়ত পরিবর্তন ঘটছে।
Read More News

আইজিপি বলেন, মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনা, মামলার বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা প্রদানসহ পুলিশের ওপর অর্পিত সব দায়িত্ব প্রতিটি সদস্যকে নির্মোহভাবে পালন করতে হবে। জনগণকে আইনি সহায়তা দেওয়া, তথ্যের ভিত্তিতে ত্বরিত ব্যবস্থা নেওয়া, নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সেবাপ্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করতেও পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দেন তিনি।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ৩৬তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে ৬৬ নারীসহ এক হাজার ৩২৩ জন শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচজনকে পুরস্কার দেন আইজিপি। এর মধ্যে সেরা একাডেমিক ক্যাডেট হিসেবে এসআই রুবিনা ইয়াসমিনকে পদক দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ড. মোহাম্মদ নজিবুর রহমান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *