টলিউডের ছবি ‘থাই কারি’র শুটিংয়ের কারণে থাইল্যান্ডে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নতুন বছরে নববর্ষ পালন করছেন থাইল্যান্ডে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করে মিম লিখেছেন, ‘শুভ নববর্ষ ২০১৯।’
Read More News
‘থাই কারি’ ছবিটি পরিচালনা করছেন অঙ্কিত আদিত্য। এতে মিমের সহশিল্পী সোহম চক্রবর্তী। এর আগেও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘ব্ল্যাক’ ছবিতে জুটি বেঁধেছেন মিম ও সোহম। ‘থাই কারি’তে মায়া ও অয়ন চরিত্র নিয়ে বড় পর্দায় হাজির হবেন তাঁরা। ছবিটি কমেডি বলে জানান মিম। সব মিলিয়ে ছবিটি দারুণ হবে। শুটিংও ভালো হচ্ছে।’
গত ডিসেম্বর থেকে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এর শুটিং হচ্ছে। ছবিতে আরো অভিনয় করছেন অভিজিৎ গুপ্ত, সারস্বত, ইন্দ্রনীল, হিরণ প্রমুখ।