মিছিলেই মৃত্যুর কোলে ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল’

সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমান (৬০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিছিলে ঢলে পড়লেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমান (৬০)।
Read More News

এসময় তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ি বাগেরহাটে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর হাজারীবাগ তিন মাজার মসজিদে তার প্রথম জানাজা এবং আসরের নামাজের পর মরহুমের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *