সাইফ আলি খান ও বলিউড সুন্দরী কারিনা কাপুর খানের ছেলে তৈমুর আলি খান তিন বছরে পা রেখেছে।
বৃহস্পতিবার ‘ছোটে নবাব’-এর জন্মদিন। এই বলিউড দম্পতি সম্প্রতি সাউথ আফ্রিকায় গেছেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। সেখানেই তৈমুরের জন্মদিন পালন করছেন তাঁরা।
Read More News
চলতি বছরে গুগলে যাদের সবচেয়ে বেশিবার খোঁজ নেওয়া হয়েছে, তাদের মধ্যে অন্যতম তৈমুর। ইয়াহু তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালে খোঁজের তালিকায় শীর্ষ দশের একজন নবাবপুত্র তৈমুর।
২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করে তৈমুর আলি খান। জন্মের পর থেকে এখনো সাংবাদিকদের প্রিয় তালিকায় রয়েছে তৈমুর আলি।