বিসিএস প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে

আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হতে পারে।

প্রধানমন্ত্রী  বলেন, ইচ্ছে ও প্রতিজ্ঞা থাকলে সবসময়ই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু করার সিদ্ধান্তই বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিয়েছে
Read More News

শেখ হাসিনা বলেন, উন্নয়নের পরিকল্পনাই আমি তৈরি করে রেখে গেলাম। যে প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে, যারা দায়িত্ব নেবে রাষ্ট্রের, যারা দায়িত্ব নেবে সরকারের তাদের এগুলো বাস্তবায়ন করতে হবে। আমি এমনভাবে পরিকল্পনা রেখে যাচ্ছি এ দেশকে আর যেন পেছন ফিরে তাকাতে না হয়। যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে।

বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি। এরই অংশ হিসেবে ১০৭, ১০৮ ও ১০৯তম আইন এবং প্রশাসন কোর্সে অংশ নেন ১১৬ জন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *