বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ‘দহন’ মুক্তি পেয়েছে ৪৭ সিনেমা হলে।
Read More News
রাজধানী ঢাকায় স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি, ঢাকা ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, মধুমিতা সিনেমা ঢাকা, বলাকা সিনেওয়ার্ল্ড, চিত্রামহল সিনেমা, রানীমহল সিনেমা, চম্পাকলি সিনেমা হলে চলছে ‘দহন’। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় শহর ও জেলা শহরে ছবিটি মুক্তি পেয়েছে।