জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন মন্তব্য করেছেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী চিরদিন মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন কামাল হোসেন।
স্বাধীনতা সংগ্রামসহ জনগণের পক্ষে সব আন্দোলনে মওলানা ভাসানী নেতৃত্ব দিয়েছেন, আমারা আজকে যে কাজগুলো করছি, (সেগুলো) তাঁর প্রেরণা থেকেই।
Read More News
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুরসহ অন্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেলা সাড়ে ১১টা দিকে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদুর নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।