ফখরুল বলেছেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং আমরা যে দাবিগুলো করেছি তফসিল ঘোষণার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার, যেটি আগে থেকেই রেওয়াজ ছিল, এই কমিশন সেটি করেনি। আমরা এতে হতাশ হয়েছি।
Read More News
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক শেষে জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন।
মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, নির্বাচন কমিশনের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করা। আর আমরা যে দাবিগুলো করেছি, সেগুলো অত্যন্ত জরুরি।
নির্বাচনের তফসিল এক মাস পিছিয়ে দিতে বলেছি, কারণ যখন ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে, তখন খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন। এ সময় তারা উৎসব পালন করবে। কিন্তু নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে নির্বাচনের যে নতুন তারিখ দিয়েছে, তার একদিন পর ইংরেজি নববর্ষ। ওই সময় বিদেশি পর্যবেক্ষকদের আশা করছি তাঁরা কেউ থাকবেন না। তাঁরা নববর্ষ উদযাপনে নিজ দেশে থাকবেন।
আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে আলোচনা করতে আগামীকাল দুপুর ১২টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাব।