২৭তম চায়না গোল্ডেন রোস্টার অ্যান্ড হানড্রেড ফ্লাওয়ারস চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অজয় দেবগন। ‘রেইড’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান।
Read More News
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গত শনিবার চীনের ফোশানে শেষ হয় চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। দর্শকের ভোটে নির্বাচিত হয়েছেন পুরস্কার বিজয়ীরা। ইন্ডিয়া-চীন ফিল্ম সোসাইটির (আইসিএফএস) সঙ্গে যৌথভাবে প্রতিবছর এ উৎসব আয়োজন করে চায়না ফিল্ম অ্যাসোসিয়েশন (সিএফএ)।
আইসিএফএস প্রতিষ্ঠাতা কিশোর জাওয়াদে বলেছেন, রেইড আমাদের জন্য বিশেষ একটি ছবি। প্রথম থেকেই এ ধরনের সিনেমায় আমাদের আস্থা। টি-সিরিজের চেয়ারম্যান ও ‘রেইড’ ছবির প্রযোজক ভূষণ কুমার বলেছেন, এটা অজয় দেবগনের জন্য বড় বিজয়, শক্তিশালী অভিনয় দক্ষতার কারণেই গোল্ডেন রোস্টার অ্যান্ড হানড্রেড ফ্লাওয়ারস চলচ্চিত্র উৎসবে তাঁর মুকুটে নতুন পালক যোগ হলো।
‘রেইড’ ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ১৯৮০ সালে ভারতের উত্তর প্রদেশে আয়কর অভিযান চালানো হয়েছিল। সে ঘটনার ওপর ভিত্তি করেই চলচ্চিত্রটি নির্মিত।