মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিয়েছেন ড. কামাল হোসেন। বেলা ৩টার দিকে তিনি সভামঞ্চে এসে উপস্থিত হন। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির জাসাস কর্মীদের সম্মিলিত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
কৃষক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী রাখা যাবে না।
Read More News
এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্ট্রে যোগদান করেছি। জাতীয় ঐক্যফ্রন্টের পতাকা তলে হিমাদ্রির মতো সোজা হয়ে দাঁড়ান।’
তিনি আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ বিএনপি রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকা দিয়েছে, অভিযোগ সত্য নয়। আওয়ামী লীগ প্রথম সরিষা বাড়ির নরুর গাড়িতে পতাকা তুলেছে। আওয়ামী লীগ রাজাকার মহিউদ্দিনের গাড়িতেও পতাকা দিয়েছে। আওয়ামী লীগ আসিকুর রহমানের গাড়িতে পতাকা দিয়েছে।’
কাদের সিদ্দিকী বলেন, আপনারা ফখরুল ইসলামকে একটু মান্য কইরেন। যদি জিততে চান। ড. কামাল হোসেনে সাথে না থাকলে সোহরাওয়ার্দী মিটিং করতে পারতেন না। গাবতলীতে রাস্তায় গাড়ি বন্ধ। টঙ্গী বন্ধ। এরপরও বোনকে (শেখ হাসিনা) বলা উচিত একটু সোহরাওয়ার্দী উদ্যানে এসে দেখে যান।
গত চার তারিখে তিনি এখানে এসেছিলেন। আল্লামা শফীর এক মিটিংয়ে। আল্লামা শফী ভুলে যেতে পারেন, আমি কাদের সিদ্দিকী ভুলি নাই। শাপলা চত্বরে ঈমানদারের রক্ত ঝড়েছে। এই রক্তের বদলা না নিলে আমরা বেঈমানে পরিণত হবো।
ইলেকশন হাসিনাকে দিতে হবে, উপায় নেই। আমি খালেদার জিয়ার মুক্তি চাই না। চাইতে হবে কখন হাসিনা মুক্ত হবেন। বেগম খালেদা জিয়া জেলখানায় গিয়ে গণতন্ত্রের প্রতীক হয়েছেন। খালেদা জিয়া জেলখানায় বন্দি থেকে বাংলাদেশের মানুষের অন্তরের প্রতীক হয়েছেন। বাংলাদেশকে বন্দী রাখা যায় না। তাই বেগম খালেদা জিয়াকে বন্দী রাখা যাবে না। চাঁড়ালের কথার মূল্য আছে কাদেরের কথার মূল্য নেই বলেও এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘৭১-এর ৭ মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আমরা স্বাধীনতা এনেছিলাম। আজকে বলে যাচ্ছি, ড. কামালের নেতৃত্বে গণতন্ত্রকে মুক্ত করবো, খালেদা জিয়াকে মুক্ত করবো।’