আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা। রাজধানীতে এটাই ঐক্যফ্রন্টের প্রথম জনসভা।
জনসভায় যোগ দিতে আজ সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে বিএনপি ও তার নতুন জোটের নেতাকর্মীদের মিছিলের স্রোত শুরু হয়। শুধু ঢাকা মহানগরই নয়, আশপাশের সব জেলা থেকে নেতাকর্মী আর সমর্থকরা যোগ দেন জনভায়। শোডাউন ছিল জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদেরও।
জনসভার প্রধান অতিথি জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন বলেন, প্রত্যেকদিনই বিরোধী দলের নেতৃবৃন্দকে হয়রানির শিকার হতে হয়। স্বাধীন বাংলাদেশে এটা চলতে পারে না। তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি দাবি করি এবং অন্য যারা আছেন রাজবন্দি তাদের মুক্তি দাবি করি।
Read More News
কামাল হোসেন বলেন, গণতন্ত্র থাকবে দেশে। দেশে বিরোধী দলের নেত্রীকে শ্রদ্ধা জানানো যাবে না, সে দেশে গণতন্ত্র চলতে পারে না। আমাদের ভোটাধিকার রক্ষা করার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখান থেকে আমরা শপথ নিয়ে যাই, আপসহীনভাবে এ আন্দোলন চালিয়ে যাব।
সংলাপে দাবি না মানলে আগামী ৮ নভেম্বর রাজশাহী অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আর তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালন করবে জোটটি।
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সভা থেকে, এই মঞ্চ থেকে বাইরে শাপলা চত্বর পর্যন্ত যত মানুষ আছে রাজপথ প্রকম্পিত করে আন্দোলন করে আমাদের দাবি আমরা আদায় করব।