বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে জোড়া খুনের মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ৬৩ বছর বয়সী ইডমুন্ড জাগোর্স্কি হচ্ছে বিগত পাঁচ বছরের মধ্যে প্রথম মার্কিন সাজাপ্রাপ্ত ব্যক্তি যার মৃত্যুদণ্ড বৈদ্যুতিক শক দিয়ে কার্যকর করা হলো।
Read More News
মাদক বিক্রির প্রলোভন দেখিয়ে ১৯৮৩ সালে দুই ব্যক্তিকে বনের মধ্যে ডেকে নিয়ে হত্যা করার দায়ে জাগোর্স্কিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ওই হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর তাদের লাশ উদ্ধার করা হয়। সেখানে তাদের দুজনকে গুলি করার পর গলা কেটে হত্যা করা হয়। মার্কিন সুপ্রিম কোর্টে চূড়ান্ত আপিল আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর তার এ মৃত্যুদণ্ড কার্যকর হলো।
মৃত্যুদণ্ড কার্যকরের একটি পদ্ধতি হিসেবে যুক্তরাষ্ট্রে এখন কেবলমাত্র ৯টি রাজ্যে বৈদ্যুতিক চেয়ার ব্যবহারের রীতি চালু রয়েছে। এ ৯টি রাজ্যের একটি হচ্ছে টেনেসি।