আজ রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পরিবহন ধর্মঘট নিরসনে আন্দোলনরত মালিক-শ্রমিক ফেডারেশনের বৈঠকের জন্য আহবান জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে এই সংকট দ্রুত সমাধান করা হবে।
দেশে আবারও কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। যেকোনো ধ্বংসাত্মক পরিস্থিতি মোবাকিলায় সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Read More News
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনী তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সারা বাংলাদেশে নজর রাখছে, যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয়। ষড়যন্ত্র করে ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার নামে যাতে আর কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তবে এবার সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে না বলে আমার বিশ্বাস।