সালমান-শিল্পার পুনর্মিলনে বেশ উত্তেজিত

বলিউড সুপারস্টার সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মার ৩৩তম জন্মদিনে উপস্থিত হন সালমানের দীর্ঘদিনের বন্ধু শিল্পা শেঠি।

পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা। সালমান-শিল্পা ছাড়াও আরবাজ খান, জর্জিয়া আদ্রিয়ানি, বরুণ ধাওয়ান, সোনাক্ষি সিনহা, কিয়ারা আদভানি, কারিশমা কাপুর, কারিনা কাপুর, অমৃতা রাও, জ্যাকলিন ফার্নান্দেজসহ অনেকেই যোগ দেন পার্টিতে।

‘আউজার’ ছবির সহ-অভিনেতা সালমান খানের সঙ্গে পুনর্মিলনে বেশ উত্তেজিত অভিনেত্রী শিল্পা শেঠি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার দেন তিনি। ক্যাপশনে শিল্পা লেখেন, ‘রাতের ছবি… সালমান খান আউজার ছবির পোস্টার শটের পোজ দেওয়ার চেষ্টা করছে।’
Read More News

আউজার ছবির প্রযোজক ছিলেন রমেশ তৌরানি। ছবির পোস্টারের জন্য ছবি তুলেছিলেন অভি গোয়ারিকার। তাঁরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ক্যাপশনে শিল্পার উচ্ছ্বাস, ‘২০ বছর পর আমরা সবাই একসঙ্গে, এখনো বন্ধু। কিছু ব্যাপার পরিকল্পনা করে হয় না… জাস্ট হয়ে যায়।’ স্মৃতিকাতর শিল্পা আরো লেখেন, তিনি মিস করছেন সঞ্জয় কাপুরকে।

‘আউজার’ মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি। ছবির অভিনয়শিল্পী ছিলেন সালমান খান, শিল্পা শেঠি ও সঞ্জয় কাপুর। এ ছবির ২০ বছর পূর্ণ হয়েছে। এ সিনেমার মধ্য দিয়ে সোহেল খানের পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *