রাজনৈতিক কারণে ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করা হয়নি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাজনৈতিক কারণে ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করা হয়নি। সারা দেশে তাঁর বিরুদ্ধে অনেক মানহানির মামলা হয়েছে যার প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে কেআইবি কনভেনশন হলে দেশব্যাপী জরুরি অ্যাম্বুলেন্স সেবার অ্যাপস উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Read More News

বার্তা সংস্থা ইউএনবি জানায়, মইনুলকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) জানেন যে, সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করায় বিভিন্ন স্থানে নারীরা তাঁর (মঈনুল) বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রংপুরে দায়ের করা মানহানির মামলায় মইনুলকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *