বলিউড অভিনেত্রী সানি লিওন তার কন্যা নিশার তৃতীয় জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সানি নিশাকে দ্ত্তক নেন। ভারতের লাতুর নামের এক প্রত্যন্ত গ্রামের এতিম শিশু নিশা। সানি যখন নিশাকে কন্যা হিসেবে গ্রহণ করেন, তখন তার বয়স ছিল মাত্র ২১ মাস। তিনি নিশাকে আলাদা চোখে দেখেন না। নিশা তাঁর গর্ভে জন্মানো সন্তানের মতোই।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিশার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে সানি লিওন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে নিশার ফোকলা দাঁতের হাসি দেখা যায়! সানি লিখেছেন, ‘এই সুন্দর হাসি সবচেয়ে দামি! শুভ জন্মদিন বেবি গার্ল! আমি তোমার জন্য গর্বিত!’ সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারও মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন।
Read More News
ড্যানিয়েল লিখেছেন, তৃতীয় শুভ জন্মদিন, আমার কন্যা নিশা কৌর! আমার সমস্ত হৃদয় থেকে ভালোবাসি তোমাকে এবং তোমার সঙ্গে প্রতিটি দিন আমার সত্যিকারের স্বর্গীয় দিন। প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তোমাকে আমাদের জীবনে এনে দেওয়ার জন্য! তুমিই আনন্দের কারণ!