বলিউডের পর এবার টলিউডেও অভিনয় করেছেন বগুড়ার সেই হিরো আলমকে।
আগামী জানুয়ারিতে কলকাতায় মুক্তি পাচ্ছে হিরো আলম অভিনীত ‘পাখি দ্য ভাইরাস’। এতে হিরো আলমের নায়িকা প্রিয়াঙ্কা সিং। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ ব্যানার্জি।
Read More News
‘পাখি দ্য ভাইরাস’ আরও অভিনয় করেছেন চিন্ময়, পূজা বিশ্বাস, শান্তনা, পাখি ও টাইগার রাজিব। ছবিটি নিয়ে হিরো আলম বলেন, ছবির গল্পটা ভালো। আমাকে কেন্দ্র করেই ছবির গল্প তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ ভোর পর্যন্ত আইটেম গানের শুটিং করেছি। কলকাতার মানুষজন আমাকে এখানে সমাদর করছে।
বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় আসা হিরো আলম ঢালিউডে ‘মার ছক্কা’ নামের একটি ছবিতে কাজ করেছেন। পরে বলিউডেও একটি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি।