অল্পের জন্য বেঁচে গেলেন ফরিদুর রেজা-ফেরদৌস আরা-ব্রাউনিয়া

আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে রাজশাহীর গোদাগাড়ীতে চ্যানেল আইয়ের পরিচালককে বহণকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়েছে।

আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়িতে হেলিকপ্টার দুর্ঘটনায় ‘চ্যানেল আই’-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী নের্টওয়াকের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ ছয় জন প্রাণে বেঁচে যান।

হেলিকপ্টারের পাইলট বলছেন, বৈরী আবহাওয়াতে ইঞ্জিন ত্রুটির কারণে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারে ফরিদুর রেজা সাগরসহ ছয় জন যাত্রী ছিলেন। স্বর্ণ কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ফরিদুর রেজা সাগরসহ ছয় জন।
Read More News

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ফরিদুর রেজা সাগরসহ ছয়জনই সুস্থ আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *