নির্বাচন কমিশন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতির ব্যাপারে আলোচনা করতে একটি চিঠি বঙ্গভবনে পাঠানো হয়েছে। আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবরের যেকোনো একদিন রাষ্ট্রপতির কাছে সময় চাওয়া হয়েছে।
Read More News
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও তফসিলসহ নির্বাচন সংশ্লিষ্ট সামগ্রিক বিষয়ে আমরা রাষ্ট্রপতিকে জানাতে চাই। আমাদের সামনে তো জানানোর মতো রাষ্ট্রপতি ছাড়া আর কেউ নেই। সাধারণত তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা একটি রেওয়াজও বটে। মূলত নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতেই এই সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে বাকি চার কমিশনার ওই সাক্ষাতের সময় উপস্থিত থাকবেন।