আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহর থেকে এক সপ্তাহ আগে নিজ দেশ চীনের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে তাঁর কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন মেং হংওয়েইয়ের স্ত্রী। ফরাসি পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। স্ত্রীকে বিশেষ নিরাপত্তা দিয়ে হংওয়েইয়ের নিখোঁজের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে শুক্রবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
Read More News
গত ২৫ সেপ্টেম্বর থেকে ইন্টারপোলের প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না এবং এরপর থেকে ইন্টারপোল প্রধানের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে হুমকির শিকার হয়েছেন।
একটি সূত্রের বরাত দিয়ে হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেং হেংওয়েই চীনে প্রবেশ করা মাত্র কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। ১৯২টি সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থাটিতে ২০১৬ সালে চার বছরের জন্য প্রধান নির্বাচিত হন চীনা এই কর্মকর্তা।