৩১ মার্চের মধ্যে ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি

আগামী ৩১ মার্চের মধ্যে জেলা-উপজেলায় ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি করা হচ্ছে। ফরমালিন নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে এই কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। এই কমিটির কাজ হবে, জেলা ও উপজেলা পর্যায়ে ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রি ও ব্যবহার সম্পর্কে তথ্যাদি সংরক্ষণ, তদন্ত, লাইসেন্সিং দেয়ার সুপারিশ করা ছাড়াও অন্যান্য কাজ সম্পাদন করা। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জেলা-উপজেলা পর্যায়ে ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি গঠনের জন্য জেলা প্রশাসকদের চিঠি দেয়া হবে। এছাড়াও এই আইনের বিধিমালা সম্পর্কে অবহিত করার পাশাপাশি জেলা পর্যায়ের কর্মকর্তাদের ব্রিফিং দেয়া হবে।
এদিকে বাণিজ্য সচিব সভায় উল্লেখ করেছেন, খাদ্যদ্রব্যের সংরক্ষণের জন্য ও পচন বন্ধ করার জন্য ফরমালিনের অপব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু কিছু ব্যবসায়ী ও ব্যক্তি খাদ্যদ্রব্যে ফরমালিনের অপব্যবহার করছে। সেই প্রেক্ষাপটে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫ ও ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণ বিধিমালা ২০১৫ তৈরি করে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *