শুক্রবার প্রকাশ করা হয়েছে বাপ্পী ও অধরা অভিনীত ‘নায়ক’ ছবির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান।
‘নায়ক’ ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হবে অধরার। ছবিটি মুক্তি পাচ্ছে ১২ অক্টোবর। অধরা বলেন, আমার অভিনয় ক্যারিয়ারে তৃতীয় ছবি হলেও এটিই আমার ডেব্যু ফিল্ম হতে যাচ্ছে। বিষয়টি সত্যিই আনন্দের। নায়ক ছবিটি অসম্ভব সুন্দর একটি ছবি।
Read More News
জাদুকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা ও পাপিয়া।