প্রায় দুই মাস অতিবাহিত হতে চলেছে এখন পর্যন্ত বরিশাল সিটি নির্বাচনের চূড়ান্ত ফল জানতে পারছেন না ভোটাররা। কে হচ্ছেন সংশ্লিস্ট ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর, আর কে হচ্ছেন সিটি মেয়র এ নিয়ে প্রশ্নের শেষ নেই নগরবাসীর। মঙ্গলবার নির্বাচন কমিশনের এক চিঠিতে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ৯টি কেন্দ্রে।
Read More News
নির্বাচন কমিশন ৮টি কেন্দ্রের ফল বাতিল করে পুনরায় ওইসব কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে প্রিজাইডিং কর্মকর্তা কর্তৃক ভোট স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে পুনরায়। নির্বাচন কমিশন ওইসব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিলেও দিনক্ষন চূড়ান্ত হয়নি এখনও। তবে রিটার্নিং কর্মকর্তা মো. মুজবুর রহমান জানিয়েছেন, বরিশাল সিটির ৯ কেন্দ্রে আগামী ১৩ অক্টোবর পুনরায় ভোট গ্রহণের সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন ১৭টি কেন্দ্রের অনিয়ম তদন্ত করলেও শুধুমাত্র ৯টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি প্রহসন হিসেবে দেখছেন বিরোধী কাউন্সিলর প্রার্থীরা।