শুভশ্রীর ছবিটি যোগাযোগমাধ্যমে ভাইরাল

এবার পূজায় একঝাঁক ছবি মুক্তি পেলেও নেই রাজ-শুভশ্রীর কোনো ছবি। শুভশ্রী ও রাজ চক্রবর্তী দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয়। প্রায়ই একা কিংবা একসঙ্গে বিভিন্ন আকর্ষণীয় ছবি শেয়ার করেন তাঁরা দুজন। তবে অন্যান্য সাধারণ দিনের মতো নয়, এবার শুভশ্রী যে ছবিটি শেয়ার করলেন, তা দেখে পাগলপাড়া অন্তর্জাল!
Read More News

ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করা ওই ছবি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়। সবকিছু ছাপিয়ে শুভশ্রীর এ ছবিটি অন্তর্জালে ভাইরাল।

ছবিতে একটা ওভার সাইজড জামা পরে আয়নার সামনে বসে পোজ দিতে দেখা যাচ্ছে শুভশ্রীকে। এলোমেলো চুল, ওভার সাইজড টপের সঙ্গে পায়ে বুটজুতা, খোলা ঊরু ও দুই চোখজুড়ে মোহনীয়তার হাতছানি এককথায় অসাধারণ দেখাচ্ছে শুভশ্রীকে।

সাদাকালো ছবিটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই বহু মানুষ লাইক ও কমেন্ট করেছেন। অভিনেত্রী শ্রাবন্তী, কৌশনী ও অন্যান্য অভিনেত্রীও ছবিতে লাইক দিয়েছেন। কমেন্ট করেছেন রাজ চক্রবর্তীও। আর শ্রাবন্তী লিখেছেন ‘হট’।

পূজায় নতুন ছবি আসুক আর না আসুক, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ-শুভশ্রী জুটি সব সময় ভক্তর মন কাড়বেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *